বগুড়ায় মেধা বিকাশে অলিম্পিয়াড প্রতিযোগিতা

পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা
পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

‘‘গণিতের গানে গানে, বিজ্ঞানে বিজ্ঞানে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট অলিম্পিয়ান্স ফাউন্ডেশনের আয়োজনে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে অলিম্পিয়াড প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বগুড়া জেলা স্কুল প্রাঙ্গণে সকাল ৮টা থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।

এতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। গণিত, ইংরেজি এবং বিজ্ঞান তিনটি ভাগে নেয়া হয় পরীক্ষা। সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত কয়েকটি ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে দেওয়া হয়েছে সার্টিফিকেট ও নাস্তা।

শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে স্মার্ট অলিম্পিয়ান্স ফাউন্ডেশন। গত কয়েক বছরের ন্যায় এবারো এই ফাউন্ডেশন দেশের বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরে আয়োজন করেছে গণিত অলিম্পিয়াডের। এটি প্রথম আলোর ‘বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে’র অধিভুক্ত।

আগামী ৭ ফেব্রুয়ারি বগুড়া অঞ্চলের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ