৮ম ডাকে দল পেলেন মাশরাফি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯, ০৯:২১ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০১৯, ০৯:২১ PM
দেশের ক্রিকেটপ্রেমীদের চোখ এখন বিপিএলের প্লেয়ার ড্রাফটের দিকে। রবিবার (১৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার ড্রাফট।
দেশের তারকা ক্রিকেটাররা শুরুতেই দল পেয়ে গেলেও সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দল পাচ্ছিলেন না। অবশেষে দেশি ক্রিকেটারদের মধ্যে অষ্টম ডাকে গিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে দলে নিয়েছে ঢাকা প্লাটুন।
তবে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন রাখায় এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান। যে কারণে তিনি এবারের বিপিএলে নেই।
ঢাকা প্লাটুন: এনামুল হক বিজয়, তামিম ইকবাল, হাসান মাহমুদ, মেহেদী হাসান, থিসারা পেরেরা, লরি ইভান্স, আরিফুল ইসলাম, মুমিনুল হক, মাশরাফি বিন মুর্তজা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, নুরুল হাসান, এনামুল হক জুনিয়র।
রাজশাহী রয়্যালস: লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, রবি বোপারা, হজরুতুল্লাহ জাজাই, তাইজুল ইসলাম, অলক কাপালি।
সিলেট থান্ডার: মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, শেরফেন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, রনি তালুকদার, নাঈম হাসান।
খুলনা টাইগার্স: মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, রাইলি রুশো, রবি ফ্রাইলিংক, শামসুর রহমান, মোহাম্মদ সাইফ হাসান।
কুমিল্লা ওয়ারিয়র্স: আল আমিন হোসেন, সৌম্য সরকার, ইয়াসির আলী, সাব্বির রহমান, কুশল পেরেরা, মুজীব-উর-রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার।
রংপুর রেঞ্জার্স: মুস্তাফিজুর রহমান, আরাফত সানী, জহুরুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ নবী, শাই হোপ, তাসকিন আহমেদ, জাকির হাসান।