‘হেলিকপ্টার শো’ দিয়ে শুরু হবে গোলাপি বলের টেস্ট

  © সংগৃহীত

কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট আয়োজন ঘিরে এখন প্রবল উত্তেজনা ক্রিকেট দুনিয়ায়। কীভাবে ম্যাচটি আরও আকর্ষণীয় করে তোলা যায়, তা নিয়ে প্রতিদিনই দফায় দফায় বৈঠক করছেন সৌরভ গাঙ্গুলী। এর মাঝেই জানা গেছে, গোলাপি বলের এ ম্যাচ শুরু হওয়ার আগে দেখা যেতে পারে ‘হেলিকপ্টার শো’। অর্থাৎ হেলিকপ্টার থেকে আবির ছড়িয়ে সূচনা হতে পারে টেস্ট ম্যাচের। এছাড়াও হেলিকপ্টার থেকে নামানো হতে পারে সিরিজের ট্রফি।

যদিও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিএবি যুগ্মসচিব দেবব্রত দাস বলেন, ‘হেলিকপ্টার থেকে আবির ছড়িয়ে টেস্ট ম্যাচের সূচনা করার পরিকল্পনা রয়েছে। আশা করা যায়, এই পরিকল্পনা সফল ভাবেই কার্যকরী হবে।’ ম্যাচ শুরু হবে দুপুর একটা থেকে। শেষ হয়ে যাবে রাত আটটার মধ্যে। সাধারণত নভেম্বরে শিশির ও কুয়াশাই সব চেয়ে বেশি সমস্যা তৈরি করে। তাই ম্যাচের সময়ও কিছুটা এগিয়ে আনা হয়েছে।

শিশিরের পরিমাণ কমাতে ডিউ স্প্রের সাহায্য নেওয়া হবে। এছাড়া স্তন ক্যানসারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ক্রিকেটারদের গোলাপি টুপি পরানো হবে কিনা সেটা নিয়েও ভাবা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উইকেট। ইডেন উইকেটের চরিত্র যদিও একই থাকতে পারে বলেই জানিয়েছেন কিউরেটর। তার কথায়, ‘উইকেটের চরিত্র আশা করছি বদলাবে না। যে রকম স্পোর্টিং উইকেট ছিল, সেটাই থাকবে। গোলাপি বল কী রকম আচরণ করে সেটাই দেখার।’

টেস্ট ম্যাচের টিকিটও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে সিএবির। সচিব অভিষেক ডালমিয়া বলছিলেন, ‘যেহেতু ম্যাচটি ঐতিহাসিক, তাই টিকিটও এমন সুন্দরভাবে তৈরি করতে চাই যা স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটপ্রেমীদের কাছে। টিকিটে ইডেনের একটি ছবি থাকবে। সেই সঙ্গেই গোলাপি আভা রাখা হবে। কিন্তু নকশা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’


সর্বশেষ সংবাদ