সাকিবের নিষিদ্ধের খবরে যা বললেন নতুন টেস্ট অধিনায়ক
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ০৭:৫৪ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০১৯, ০৭:৫৯ PM
বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে দোষ স্বীকার করার কারণে তার ১ বছরের শাস্তি স্থগিত করেছে আইসিসি। ফলে তিনি এক বছর পরই আবার খেলতে পারবেন তিনি। তবে এর মধ্যে নতুন করে কোনো আইন ভাঙতে পারবেন না। তাহলেই শুধু তার একবছরের সাজা বাতিল হবে।
আর এই খবর আসার পর আরেক ক্রিকেটার মুমিনুল দুঃখ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘Extremely heart broken. This man is the one and only. Love you brother . You are the pride of Bangladesh’- আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে। এই মানুষটি একজন এবং একমাত্র। আপনাকে ভালোবাসি ভাই। আপনি বাংলাদেশের অহঙ্কার।