বোলিংয়ে সফল ব্যাটিংয়ে ম্লান যুবারা

  © সংগৃহীত

বোলিংয়ে সফলতা দেখাতে পারলেও ব্যাটিংয়ে ম্লান টাইগার যুবারা। বোলিংয়ে ভারতকে কম রানে বেধে ফেলতে পারলেও ব্যাটিংয়ে পরাজয়ের শঙ্কায় বাংলােদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

ব্যাটিংয়ে ঠিক ভারতের মতোই অবস্থা বাংলাদেশের। সকালে ব্যাট করতে নেমে আট রানে তিন উইকেট হারিয়েছিল ভারত। আর এখন ৫৪ রানে ছয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।

১০৭ রানের স্বল্প লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে তারা। তিন রানে প্রথম উইকেটের পতন হয়। দ্বিতীয় ওভারে দুটি উইকেট হারায় বাংলাদেশের যুবারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত থেকে ৫১ রানে পিছিয়ে কাপ্তান আকবর আলীর দল। হাতে আছে চারটি উইকেট। ২০ রানে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন আকবর। দুই রান নিয়ে তার  সাথে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। 

এর আগে এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে ভারত। শুরু থেকেই যুবা টাইগারদের বোলিং তোপের মুখে পড়ে তারা। ৩ রানে প্রথম উইকেটের পতন হয়। সাজঘরে ফিরেন ওপেনার অর্জুন আজাদ। এরপর আরো দুটি উইকেটের পতন হয়। তিন উইকেটে সংগ্রহ দাঁড়ায় ৮।

এরপর কিছুটা বিরতি দিয়ে এক ওভারে দুটি উইকেট শিকার করেন শামিম। বাংলাদেশের বোলারদের সামনে কিছুটা সময় টিকে ছিলেন কেবল ধ্রুব জুরেল। ৫৭ বলে ৩৩ রান করেন। এ সময় তাকে সঙ্গ দেন শ্বাশত রাওয়াত। দলীয় ৫৩ রানে এ জুটির ভাঙন ধরান শামিম। ১৯ রানে রাওয়াতকে সাজঘরে ফেরান তিনি। পরের ওভারে জুরেলকে।

অষ্টম উইকেটটি শিকার করেন শাহীন আলম। সুশান্ত মিশরাকে ৩ রানে মাঠ ছাড়া করেন।

বাকি দুটি উইকেট নেন মৃত্যুঞ্জয়। সর্বোচ্চ ৩৭ রান করা কারান লালকে সাজঘরে ফেরান তিনি। এরপর বিদ্যাধর পাটেলকে শূন্যতে বিদায় করেন। ৩২ ওভারে ১০৬ রানে থামে ভারতের ইনিংস।


সর্বশেষ সংবাদ