১৩শ’ তে ১১৯২ পেয়ে চট্টগ্রাম বোর্ডে ষষ্ঠ ইলিয়াস, হতে চান উদ্যোক্তা
- এ. আই. রিফাত, চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জুন ২০২০, ০৭:০০ PM , আপডেট: ০৬ জুন ২০২০, ০৮:০৪ PM
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম বোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগে মেধাতালিকায় ষষ্ঠ স্থান অধিকার লাভ করেছেন লোহাগাড়ার মোহাম্মদ ইলিয়াস। সে উপজেলার আধুনগর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মোট প্রাপ্ত নম্বর ১১৯২।
ইলিয়াস লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার আমতলী মিয়াচাঁন পাড়ার মরহুম নুরুল হাবিবের ছেলে। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন মোহাম্মদ ইলিয়াস। সে পিএসসি ও জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে মেধার স্বাক্ষর রাখেন। বরাবরের মতো এসএসসিতেও সফলতার ধারা অব্যাহত থাকায় উচ্ছ্বসিত তার পরিবার ও এলাকাবাসী।
মোহাম্মদ ইলিয়াস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষকদের আন্তরিকতার কারণে এমন সাফল্যে পেয়েছি। ভবিষ্যতে পড়াশুনা শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে চাই।
আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল খালেক বলেন, মোহাম্মদ ইলিয়াস নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে শিক্ষকদের গাইডলাইন অনুসরণ করায় এমন সাফল্য পেয়েছে। আমরা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।