এবার প্রিয়াঙ্কাকে সঙ্গী বানাতে চান বিয়ার গ্রিলস
বিয়ার গ্রিলসের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানটি দেখেনি, এমন টিভি দর্শক খুঁজে পাওয়া ভার। এ অনুষ্ঠানের মাধ্যমে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বনে-জঙ্গলে কঠিন পরিবেশে টিকে থাকার লড়াই শিখান তিনি। এ অনুষ্ঠানে তার সফরসঙ্গী হয়েছেন অনেক তারকা। তারকাদের নিয়ে ছুটে যান গহীন জঙ্গলে, হ্রদে, নদীতে। ভারতের সুপারস্টার অক্ষয় কুমার, রণবীর সিং, ভিকি কৌশল অনেককেই দেখা গেছে বিয়ারের সঙ্গে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও একটি পর্ব করেছেন তিনি।
কিছুদিন আগেই তাঁর এই সিরিজে অংশগ্রহণ করেছিলেন বি-টাউনের হটম্যান রনবীর সিংহ। এছাড়াও ইতিমধ্যেই তিনি রজনীকান্ত, বি-টাউন অভিনেতা অক্ষয় কুমার, অজয় দেবগন-সহ একাধিক বিশ্বব্যাপী ভারতীয় আইকনদের সঙ্গে আউটিং সেরে ফেলেছেন। এবার তিনি বিশ্বব্যাপী সেনসেশন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পরবর্তী সফরে যেতে চান বলে ইচ্ছে প্রকাশ করলেন।
আরও পড়ুন: রাজ–পরীর ঘরে চার নতুন অতিথি
সম্প্রতি হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি কথোপকথনে, বিয়ার গ্রিলস বলেছেন যে, তিনি প্রিয়াঙ্কাকে নিয়ে একবার অ্যাডভেঞ্চারে চান। পাশাপাশি তিনি আরও বলেন, প্রিয়াঙ্কা চোপড়া শুনলে অবিশ্বাস্য হবে যে, আমি তাঁর স্বামীকে নিয়েও একবার ভ্রমণে গিয়েছিলাম। তিনি একজন দুর্দান্ত মানুষ ছিলেন। তাঁর গল্পও আমার খুব ভালো লেগেছে।’
এছাড়াও যে সমস্ত ভারতীয় আইকনদের সঙ্গে অ্যাডভেঞ্চার করতে চান, তারও একটি দীর্ঘ ইচ্ছার তালিকা প্রকাশ করেছিলেন বিয়ার গ্রিলস। তিনি জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গেও ওয়াইল্ড সফর করতে চান।
এমনকি তিনি জোর দিয়ে বলেছেন, ‘বিরাটের সঙ্গে সাহসিক কাজ করে সত্যই আশ্চর্যজনক হবে।’
সম্প্রতি, গ্রিলসকে নেটফ্লিক্সের ইন্টারেক্টিভ শো, রণবীর বনাম ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস-এ বলিউড হার্টথ্রব রণবীর সিং-এর সঙ্গে দেখা গিয়েছিল। আর দেশী সেলিব্রিটিদের সঙ্গে ভারতে কাটানো তাঁর কিছু সময়ের কথা স্মরণ করে গ্রিলস বলেছেন, ভারতীয় সুপারস্টাররা সবাই দারুণ হৃদয়ের মানুষ।