১৬ এপ্রিল ২০২২, ১৩:২৩

এবার ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান

ড. মাহফুজুর রহমান   © সংগৃহীত

২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে হইচই ফেলে দেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এরপর প্রায় প্রতি ঈদেই তিনি ভক্তদরে জন্য নতুন নতুন গান উপহার দিয়েছেন। এবার ঈদেও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই শিল্পী।

প্রথম অনুষ্ঠানের পর হাট, ঘাট, মাঠ, সর্বত্রই ছিলো মাহফুজুর রহমানকে নিয়ে আলোচনা। ১০টি গান নিয়ে তার একক সংগীতানুষ্ঠানটি সেই ঈদের সবেচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্থান দখল করে নেয়।

আরও পড়ুন: ১৯ বছরের তরুণ এডিট করেছে ‘কেজিএফ ২’

এবার ঈদের গানের অনুষ্ঠানের বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করছেন। তিনি বলেন ইতিমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে দিকে অনুষ্ঠানটি প্রচার হবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

তার আগের ঈদে ‘সুখে থাকো তুমি’ শিরোনামের একক সঙ্গীতানুষ্ঠান প্রচার হয়েছিল মাহফুজুর রহমানের। ওই অনুষ্ঠানটিও সাজানো হয়েছিল ১০টি গান নিয়ে। নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমানের লেখা গানগুলোতে সুর করেছিলেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।

উল্লেখ্য, ড. মাহফুজুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। বিশ্ব বাঙালির কাছে দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরেছে চ্যানেলটি। প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্যের উচ্ছ্বাসকে এগিয়ে নিচ্ছেন ড. মাহফুজুর রহমান। তার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন গানের শিল্পী। সঙ্গীতের প্রতি অসম্ভব ভালোবাসা থেকে ড. মাহফুজুর রহমান নিজেই গানের ভুবনের সঙ্গে যুক্ত হয়েছেন। ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান।