একটা ব্যাপারে বিভ্রান্তি ছড়াচ্ছে: তিশা
গত কয়েকদিন আগেই চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতির ঘরে জন্ম নিল একটি ফুটপুটে মেয়ে সন্তান। তার নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী। জন্মের পর গণমাধ্যমে ইলহামের ছবি প্রচার নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিষয়টি নিয়ে বিব্রতও ফারুকী-তিশা দম্পতি।
বিষয়টি পরিষ্কার করে আজ সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
আরও পড়ুন: বাবা-মা হলেন ফারুকী-তিশা
ফেসবুক স্ট্যাটাসে তিশা জাতীয় দৈনিক প্রথম আলোর অনলাইন পাতায় প্রকাশিত তাদের সন্তান জন্মের খবর ও একটি প্রিন্ট পত্রিকার খবরের ছবি যুক্ত করে লিখেছেন, একটা ব্যাপারে বেশ বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা আরো ছড়ানোর আগেই আমরা পরিষ্কার করতে চাই। কিছু কিছু সংবাদ এবং ভিডিওর সাথে ইলহামের ছবি হিসাবে একটা পুরনো ছবিকে জুড়ে দেয়া হচ্ছে।
আরও পড়ুন: অস্কারের তালিকায় নেই ‘রেহানা মরিয়ম নূর’
তিনি লিখেন, আমরা জানতে পেরেছি; শুরুর দিকে ভুলে এটা যোগ করা হয়েছিলো। কিছু রিপোর্টের সাথে যেটা পরে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু অনলাইনে একটা কিছু উঠে গেলে তো সেটা ছড়াতেই থাকে। সেই জন্যই এই পোস্ট দেয়া যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায়।
আরও পড়ুন: ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’
এর আগে, গত বুধবার (০৫ জানুয়ারি) তিশা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইলহামের জন্মের সুখবর দেন। সেখানেও তিনি ইলহামের ছবি মুছে রেখেছিলেন।
সোমবারের ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লিখেন, আমরা যখন ইলহামের ছবি সবার সাথে শেয়ার করতে চাইবো, তখন আমরা নিজেরাই সেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো। তাই প্লিজ অন্য ছবিকে যেনো ইলহামের বলে আমরা না ছড়াই। সবাই ভাল থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য ইলহাম এবং আমাদের পরিবার কৃতজ্ঞ।