ঢাকায় আসছেন পাকিস্তানের গায়ক মুস্তফা জাহিদ

 মুস্তফা জাহিদ
মুস্তফা জাহিদ  © সংগৃহীত

‘রিস্তা পুরানা’ গান খ্যাত পাকিস্তানের গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসছেন। জনপ্রিয় এ গায়ককে ঢাকায় নিয়ে আসছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।

আয়োজক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে এই কনসার্ট। কনসার্টের শিরোনাম ‘মেলোডি আনলিশড’। তবে ভেন্যু ও টিকিটের বিষয়ে দু-একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবেও জানিয়েছে। কনসার্টে অংশ নিতে পাকিস্তানের প্রখ্যাত রকস্টার এবং রক্সেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তফা জাহিদ প্রথমবারের মতো ঢাকায় আসছেন।

উচ্ছ্বাস প্রকাশ করে মুস্তফা জাহিদ এক ভিডিও বার্তায় বলেন, “আমরা বেশ উচ্ছ্বসিত সেই সঙ্গে বেশ রোমাঞ্চিত। আমরা বাংলাদেশে কনসার্ট করতে যাচ্ছি। আমরা আমাদের বাংলাদেশি ভক্তদের সাথে জাদুকরী মুহূর্ত তৈরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

এই অনুষ্ঠান শুধুমাত্র একটি কনসার্ট নয়— এটি সংগীতের এক উদযাপন, যা সীমান্ত পেরিয়ে মানুষের মাঝে অভিন্ন অভিজ্ঞতা ও আবেগের মেলবন্ধন ঘটাবে বলে মনে করছেন আয়োজকরা।

 


সর্বশেষ সংবাদ