হাসপাতাল থেকে মুখ খুললেন সাইফ

সাইফ আলী খান
সাইফ আলী খান  © সংগৃহীত

মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় অভিনেতাকে উদ্ধার করে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবার হাসপাতাল থেকে মুখ খুললেন সাইফ।

অভিনেতার টিম এর তরফ থেকে জানানো হয়েছে, 'সাইফ অনুরাগীদের ধৈর্য ধরে রাখতে অনুরোধ করছেন। মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত করছে, হাসপাতাল থেকে পরবর্তী সব আপডেট জানানো হবে।'

পুলিশ সূত্রে জানা গেছে, সাইফ আলি খান তার স্ত্রী কারিনা কাপুর, ছেলে তৈমুর ও জেহেরের সঙ্গে ঘুমাচ্ছিলেন। এমন সময় দুষ্কৃতকারী তার বাড়িতে ঢুকে পড়ে। এসময় সাইফ আলী খান ও ওই দুষ্কৃতকারীর মধ্যে তার ধস্তাধস্তি হয়। পরে ওই ব্যক্তি সাইফ আলী খানকে ৬ বার ছুরিকাঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। প্রাথমিকভাবে কারিনা ও তাদের দুই ছেলে নিরাপদ রয়েছে।

এ বিষয়ে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, 'এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।'

হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত বিপদমুক্ত রয়েছেন সাইফ আলী খান।


সর্বশেষ সংবাদ