ডিজিটাল ইউনিভার্সিটি থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে ব্যানার টাঙালেন শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক গেটে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামের ব্যানার টাঙালেন শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক গেটে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামের ব্যানার টাঙালেন শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ের নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করে প্রজ্ঞাপন জারি এবং স্থায়ী ক্যাম্পাসে দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক গেটে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামের ব্যানার টাঙিয়ে দেন তারা। 

এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ইউনুস আলী বলেন, নাম পরিবর্তনের বিষয়ে তাদের পূর্ণ সমর্থন থাকা সত্ত্বেও প্রশাসনের ধীরগতি তাদের হতাশ করেছে। তাদের মতে, এটি শুধু একটি নাম পরিবর্তনের বিষয় নয়, বরং তাদের পরিচয় এবং স্বপ্নের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হওয়ায় আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার প্রস্তাব জানাই এবং বিভিন্ন মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করি । 

তিনি আরও বলেন, গত ১৬ জানুয়ারি বিভিন্ন সংবাদ মাধ্যম, উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আসিফ নজরুলের ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের পূর্বের নামের সকল ব্যানার ফেলে দিয়ে আমাদের সকলের পছন্দের নামের ব্যানার টাঙিয়ে দিয়েছি। 

জানা যায়, ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একমত হয়ে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখা হবে। এ প্রস্তাবনায় সম্মতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর গণস্বাক্ষরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিকট আবেদনপত্র পাঠায়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। 

এরই মধ্যে ১৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা আসিফ ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে নিশ্চিত করেন যে, বিশ্ববিদ্যালয়ের নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করার প্রস্তাবনা গৃহীত হয়েছে। কিন্তু এ ঘোষণার পরেও প্রজ্ঞাপন জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এর আগে, গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সচিবালয়ের ২ নং গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ