বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জীবন-গল্প নিয়ে ওয়েব সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
‘ক্যাম্পাস রিটার্নস’ এর একটি দৃশ্য

‘ক্যাম্পাস রিটার্নস’ এর একটি দৃশ্য © টিডিসি ফটো

অনলাইনে মুক্তি পেয়েছে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নানা দিক নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’। ক্যাম্পাস জীবন নির্ভর এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা জিৎ দে। সিরিজটিতে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত একটি অডিশনের মাধ্যমে সিরিজটির জন্য অভিনয় শিল্পী নির্বাচন করেন সিরিজটির পরিচালক। এরপর শুরু হয় শুটিং। মূল ধারার বাইরে গিয়ে অপেশাদার নতুন মুখ নিয়ে কাজ করতে গিয়ে বেশ বেগ পেতে হয় পরিচালককে। তাছাড়া অভিনয় শিল্পীরা সবাই যেহেতু বর্তমান শিক্ষার্থী তাই সবার ক্লাস পরীক্ষার ফাঁকে শিডিউল মিলিয়ে কাজ করা অনেকটাই কঠিন ছিল তরুণ এই পরিচালকের জন্য।  

কোন স্টার কাস্ট না নিয়ে নতুনদের নিয়ে কাজ করা প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, যেহেতু ক্যাম্পাস লাইফ নিয়ে গল্প; তাই আমি মনে করি একটা সত্যিকারের ভার্সিটি পড়ুয়া ছেলেকে পর্দায় দেখলে দর্শকের মনে যে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে, সেটি কোন স্টার কাস্ট দিয়ে সম্ভব না। আর এইসব অপেশাদার অভিনেতাদের নিয়ে নিজের মতো করে নিরীক্ষা করা যায়, চরিত্রের মনস্তত্ত্বকে সহজে ভাঙ্গা যায়। 

পর্যাপ্ত অর্থের যোগানের অভাব সহ বেশ কিছু চ্যালেঞ্জ পেরিয়ে আজ ইউটিউবে মুক্তি পেলো সিরিজটি। যেহেতু ভার্সিটি লাইফের গল্প আর অভিনয়শিল্পীও সবাই ভার্সিটির শিক্ষার্থী তাই ‘ক্যাম্পাস রিটার্নস’ সিরিজটির মতো এমন কাজ অবশ্যই বিরল এবং অত্যন্ত নিরীক্ষা সম্পন্ন বলে মনে করেন পরিচালক। 

বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে এমন একটি সিরিজ নির্মাণ হওয়া প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান এস এম ইমরান হোসেন জানান, আমি খুবই আনন্দিত যে ক্যাম্পাস কেন্দ্রিক একটি প্রোডাকশন তৈরি হয়েছে। এখানে কলা কুশলী, অভিনেতা সবাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের। আমি এই সিরিজের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাই। একই সাথে আমি মনে করি এই ধরনের কাজ আরও হওয়া উচিত।

‘ক্যাম্পাস রিটার্নস’ সিরিজে ফুটে উঠেছে সমসাময়িক ক্যাম্পাস জীবনের নানা গল্প। সিরিজের গল্প নিয়ে পরিচালক জিৎ দে জানান, ক্যাম্পাসের গল্প মানেই বিশাল ক্যানভাস। তাই গল্পের বুননের স্বার্থে চিত্রনাট্য কিছুটা হাইপার লিংক করা হয়েছে। তবে আমি সময়টাকে ধরতে চেয়েছি। বিশেষ করে সময়ের অস্থিরতা। যে অস্থিরতা প্রতিনিয়ত প্রভাবিত করছে তরুণদের। 

আরও পড়ুন: ব্র্যাক ছাত্রীকে যৌন হয়রানি, ঢাবির আইবিএ শিক্ষক বরখাস্ত

সিরিজটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জিৎ দে। সেই সাথে সিনেমাটোগ্রাফি ও সম্পাদনাও করেছেন পরিচালক নিজে। সিরিজটির এক্সেকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করেছেন এম এ লতিফ। অডিশন থেকে আসা যে-সব অভিনয়শিল্পীরা সিরিজটিতে করেছেন তারা হলেন সোহান, জ্যাম, সাদেক, শোয়েব, শাওন, অন্তি, অতসী, মিতু, লাবণ্য, তাপসী, রাগীব, শান্তা, সুমন, মৃত্যুঞ্জয়, জয়ন্ত, নাজমুল, আদৃতা, কৌশিক, উসেন, প্রিয়, ডাবলু, কুটুম, পিয়াল, রাফি, প্রমুখ। 

‘ক্যাম্পাস রিটার্নস’সিরিজটির পৃষ্ঠপোষকতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সহযোগিতায় অভিনয় ও গানের অডিশন এবং ট্রেইলার প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়। এছাড়া সিরিজটির সৃজনশীল জায়গাগুলোতে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। 

সিরিজটি ইউটিউবে মুক্তি দেওয়া প্রসঙ্গে পরিচালক জানান, যেহেতু কাজটা মূল ধারার বাইরে গিয়ে সম্পূর্ণ বিকল্প ধারার তাই আমরা চাচ্ছি দর্শকের কাছে পৌঁছানোর ধরণটাও বিকল্প হোক। দর্শক সহজে দেখুক।  ‘ফেয়ার ফ্লিক্স’ইউটিউব চ্যানেলে ‘ক্যাম্পাস রিটার্নস’ লিখে সার্চ দিলেই সিরিজটি দেখতে পাবেন দর্শকরা।  

প্রসঙ্গত পরিচালক জিৎ দে এর আগে বিশ্ববিদ্যালয় ছাত্র থাকাকালীন ‘ক্যাম্পাস ক্লাইমাক্স’ নামে একটি মুভি নির্মাণ করেছিলেন। সেই সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন হালের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। সিনেমাটি মুক্তির পর সেই সময় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। কিন্তু মুক্তির মাত্র কয়েক দিনের মাথায় সিনেমাটি করোনা মহামারি ও লকডাউনের কবলে পড়ে। 

তখন থেমে যায় ছবির দেশ বিদেশে নির্ধারিত সমস্ত প্রচারণা ও প্রদর্শনী। তবু ইউটিউবে যে-সব দর্শক দেখেন তারা ছবিটির প্রশংসা করেন এবং পরিচালককে অনুরোধ করেন ক্যাম্পাস লাইফ নিয়ে নতুন কিছু তৈরি করতে। তাই পরিচালক জিৎ দে এবার ভার্সিটি লাইফ নিয়ে নির্মাণ করলেন ওয়েব সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’।

‘ইব্রাহিম নবীর চেয়ে জামায়াত নেতার কোরবানি বড়’ মন্তব্য করা …
  • ১০ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই পে-স্কেল? আশা জিইয়ে রাখলেন অর্থ উপদেষ্টা
  • ১০ জানুয়ারি ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটির নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার স…
  • ১০ জানুয়ারি ২০২৬
চার শিক্ষার্থীর সমস্যার সমাধান করল জকসু প্রতিনিধিরা
  • ১০ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন ৫১ জন, বাতিল ১৭ (তালিকাসহ)
  • ১০ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য রিমান্ডে
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9