শাকিব খানের আলোচিত এই মেকআপে খরচ হয়েছে কত?
সম্প্রতি ‘প্রিয়তমা সিনেমার একটি পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে সিনেমার প্রকাশ হওয়া পোস্টারে আশি বয়সের এক বৃদ্ধের চরিত্রে ধরা দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। সিনেমা মুক্তির আগে প্রকাশ হওয়া এক পোস্টারেই আলোড়ন ফেলেছেন এ তারকা। আর বৃদ্ধের লুকে প্রিয় তারকা শাকিবকে দেখে মুগ্ধ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। প্রিয়তমার এই লুকে ভক্তরা তো বটেই, ছোট ও বড় পর্দার অনেক তারকাই তাঁর লুকটি শেয়ার করেছেন।
গত মঙ্গলবার ‘প্রিয়তমা’ সিনেমার এই লুক সন্ধ্যায় প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। প্রথম দেখায় ঠিক চেনা যায় না। পরে বোঝা যায় বড় সাদা পাক ধরা চুলের এই বয়স্ক ব্যক্তি আর কেউ নন শাকিব খান। দীর্ঘ ক্যারিয়ারে এর আগে কখনো এভাবে দেখা যায়নি তাকে।
ছবিতে তাকে সাদা পাকা লম্বা চুল ও দাড়িতে দেখা গেছে। সাদা পায়জামা-পাঞ্জাবি পরে একজন বৃদ্ধ বসে আছেন। মুখ ও হাতের চামড়ার ভাঁজে স্পষ্ট ফুটে উঠেছে বয়সের ছাপ। এক অপলক দৃষ্টিতে তাকিয়ে কী যেন খুঁজছেন। তবে এই চরিত্র ধারণ করার জন্য কষ্ট কিন্তু কম ছিল না। প্রথমেই সংশয় ছিল যে, ছয়-সাত মিনিটের এই অংশ করার জন্য রাজি হবেন কিনা শাকিব। কিন্তু চিত্রনাট্য পড়ার পর বৃদ্ধের অংশটুকু করার জন্য আগ্রহ প্রকাশ করেন নায়ক। তারপর শুরু হয় প্রস্তুতি পর্ব।
এই অল্প কয়েক মিনিটের দৃশ্যের জন্য শাকিবকে বৃদ্ধ লুকে তৈরি করতে মোটা অংকের অর্থ গুণতে হয়েছে। এর জন্য প্রস্থেটিক মেকআপ টিমকে ১৫ দিনের মতো সময়ও দিতে হয়েছে। প্রথমেই তারকার মুখমণ্ডলের মাপ নেয়া হয়। সেভাবে একটি আবরণ তৈরি করে সেখানে চুল-দাড়ি বসিয়ে লুক নির্ধারণ করা হয়। এরপর চরিত্রের সঙ্গে সামঞ্জস্য কিনা, তা যাচাইয়ের জন্য লুক টেস্ট করা হয়।
মেকআপ আর্টিস্ট সবুজ খান এ ব্যাপারে দেশের একটি সংবাদমাধ্যমে বলেন, পুরো শুটিং এই অংশ নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কেননা, প্রস্থেটিক মেকআপ করা অনেক কঠিন কাজ। দীর্ঘ সময় প্রয়োজন হয়। একটানা বসে থাকাতো রয়েছেই। এর মধ্যে কোনো ভুল করা যাবে না। প্রতিটি বিষয় আলাদা করে লিখে নোট করে রাখতে হয়।
তিনি বলেন, মেকআপের কাজগুলোও ভাগ করে দিতে হয়। শুটিংয়ের সময় আমাদের এই মেকআপ দেয়ার জন্য ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগতো। আবার শুটিং শেষে মেকআপ তুলতে তিন ঘণ্টা লেগেছিল। আমরা তিন দিন আগে থেকেই মেকআপের সঙ্গে ছিলাম। শাকিবকে দুই দিন সকাল সাতটা থেকে এই মেকআপ নিতে হয়েছে।
এই মেকআপের খরচ সম্পর্কে পরিচালক হিমেল আশরাফ বলেন, এটা প্রচুর ব্যয়বহুল। এ জন্য ঢালিউড সিনেমায় এই ধরনের মেকআপের খরচ প্রযোজক বহন করতে চান না। তবে আমরা কোনো ছাড় দেইনি। এই অর্থ দিয়ে সিনেমার কয়েকটি মারপিটের দৃশ্য বেশ ভালোভাবেই করতে পারতাম। তবে খরচের ব্যাপারে একটি সূত্র বলছে, এই প্রস্থেটিক মেকআপের খরচ পাঁচ লাখ টাকার কম নয়।
আরও পড়ুন: নিজের নামে কোরবানির গরু, যা বলছেন হিরো আলম
প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে পোস্টারটি ফেসবুকে ১ লাখ ৭০ রিঅ্যাকশন পায়। ২৯ হাজার মন্তব্য ও সাড়ে ৫ হাজার শেয়ার হয় শুধু শাকিব খানের ফেসবুক পেজ থেকে। সব মিলিয়ে এ সংখ্যা আরও কয়েক গুণ বেশি। পোস্টারটি দিয়ে ঝিমিয়ে পড়া ঢালিউড যেন আবার চাঙা হলো।
তারকারা পোস্টারটি শেয়ার করতে থাকেন। পোস্টারটি শেয়ার করে পরীমনি লিখেছেন,‘আরেহ জোশ।’ মাহিয়া মাহি লিখেছেন, ‘ওম্মাহ কী চমৎকার।’ ‘কী সুন্দর লুক, অভিনন্দন শাকিব খান,’ লিখেছেন ববি। এ ছাড়া চলচ্চিত্র অভিনয়শিল্পী অঞ্জনা, নিপুণ আক্তার, কাজী মারুফ, মামনুন ইমন, নিরব, সাইমন সাদিকসহ ঢালিউডের অনেক অভিনয়শিল্পীই শাকিব খানকে শুভকামনা জানিয়েছেন
প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, ডন, এলিনা শাম্মী, সহীদ নবী প্রমুখ।