কেমন সাড়া ফেলল মাহফুজুর রহমানের নতুন গান ‘রাফতা রাফতা’

ড. মাহফুজুর রহমান
ড. মাহফুজুর রহমান  © সংগৃহীত

গান গেয়ে অনেক আগে থেকেই আলোচিত-সমালোচিত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। যদিও নিজের কণ্ঠের গান নিয়ে তিনি গর্বিত। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও তাকে গাইতে দেখা গেছে। এবারের ঈদেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা এই ব্যক্তিত্ব। তবে, এবার ঈদের দশদিন আগেই তার অনুরাগীদের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দিয়ে ‘রাফতা রাফতা’ শিরোনামে প্রকাশ করলেন হিন্দি গান।

এবার প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘হৃদয় তোমাকেই চায়’। এতে গজল সম্রাট ও পাকিস্তানের গজল গায়ক মেহদী হাসানের প্যায়ার ভারে দো শার্মীলে ন্যান, রাফতা রাফতাও গাইবেন তিনি। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ। এটিএন বাংলার স্টুডিওতেই গানগুলোর চিত্রায়ন সম্পন্ন হয়।

গানের ভিডিওতে দেখা যাচ্ছে লাল টুকটুকে শাড়ী পরা তরুণীকে সামনে বসিয়ে হিন্দি গান শোনালেন মাহফুজুর রহমান। ভিডিওতে মেয়েটিকে লাজুক চেহারায় দেখা গেছে। 

fddf8ed2-affa-409a-9343-c03c968e368d

ড. মাহফুজুর রহমানের গান প্রকাশ্যে আসার পর শুরু হয় তুমুল আলোচনা। এবারো তার ব্যত্যয় ঘটেনি। তবে হিন্দি গান শুনে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা। 

এবারই প্রথম নয়, ২০১৮ সালেও হিন্দি গান গেয়ে আলোচনায় উঠে আসেন ড. মাহফুজুর রহমান। ওই বছরের ২৪ জুলাই ছিল এ শিল্পীর প্রাক্তন স্ত্রী ইভা রহমানের জন্মদিন। অই সময় একটি হিন্দি গানে স্ত্রীর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দেন ড. মাহফুজুর রহমান। বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খানের ‘মোহাব্বাতে’ ছবির ‘হামকো হামিসে চুরালো’ গানটি তিনি বেছে নিয়েছিলেন। 

উল্লেখ্য, ড. মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’, এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।


সর্বশেষ সংবাদ