চঞ্চলকে শুভ কামনা জানালেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন ও চঞ্চল চৌধুরী
অমিতাভ বচ্চন ও চঞ্চল চৌধুরী  © সংগৃহীত

ভারতের কিংবদন্তি বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন ও কর্ম অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী। সিনেমার নাম রাখা হয়েছে ‘পদাতিক’। সেখানে মৃণাল সেনের ভূমিকায় কাজ করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

সেটি শুটিং ফ্লোরে যাওয়ার আগেই চঞ্চল চৌধুরী এবং নির্মিতব্য এই সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন।

নিজের ভেরিফায়েড ফেসবুকে বিখ্যাত এই অভিনেতা ‘পদাতিক’ সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে ক্যাপশনে যুক্ত করেছেন, ‘সবার জন্য শুভ কামনা। হ্যাশট্যাগে লিখেছেন চঞ্চল চৌধুরীর নাম। এছাড়া সৃজিত মুখার্জীর নামও লিখেছেন হ্যাশট্যাগে।

২০২৩ সালে ধুমধাম করে পালন করা হবে মৃণাল সেনের জন্মশত বর্ষ। তারই অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে ‘পদাতিক’। সেক্ষেত্রে একটি নয়, পশ্চিম বাংলার আরও দু’জন জনপ্রিয় পরিচালক মৃণালকে নিয়ে দুটি ছবি তৈরি করছেন। তারা হলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত।

জানা গেছে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির নাম ‘পালান’ এবং অঞ্জন দত্তের ছবির নাম ‘খারিজ’।


সর্বশেষ সংবাদ