স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা করলেন সারিকা

সারিকা ও রাহী
সারিকা ও রাহী  © সংগৃহীত

মারধর ও যৌতুক দাবির অভিযোগে স্বামী জি এস বদরুদ্দিন আহমেদের (রাহী) বিরুদ্ধে মামলা করেছে অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন। আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সারিকা সাবরিন বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে মামলাটি করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন আদালত। অতঃপর মামলাটি আমলে নিয়ে রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন: প্রাথমিকের ফল প্রকাশের নতুন তারিখ জানাল মন্ত্রণালয়

আগামী ২১ ডিসেম্বর গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সারিকার আইনজীবী মাসুদুর রহমান মাসুদ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে সারিকা ও বদরুলের বিয়ে হয়। বিয়েতে ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। বিয়ের সময় সারিকার বাবা-মা বদরুদ্দিনকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ বাসার যাবতীয় আসবাবপত্র উপহার হিসেবে দেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আসামি বদরুদ্দিন বাদী সারিকার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে তাকে মারধর করতে থাকে। গত ৫ নভেম্বর আসামি বদরুদ্দিন ভিকটিম সারিকার কাছে ৫০ লাখ টাকা যৌতুকের টাকা এনে দিতে বলে। যৌতুকের টাকা না দেওয়ায় সারিকার এক কাপড়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

 


সর্বশেষ সংবাদ