একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আর নেই
টেলিভিশন ও অভিনয় জগতের জনপ্রিয় অভিনেতা, একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে অভিনেতা উৎস জামা।
আরও পড়ুন: টিএসসিতে শিক্ষার্থী-বহিরাগতদের ভীড়ে দেখা মেলে না শিক্ষকদের।
উৎস বলেন, ‘বাবা মারা গেছেন।’ তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে গত সপ্তাহে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউতে লাইফসাপোর্টে রাখা হয় তাকে।
মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবেও বেশ পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।