পাবিপ্রবির নতুন প্রক্টর কামাল হোসেন

মো. কামাল হোসেন
মো. কামাল হোসেন  © ফাইল ছবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেনকে নতুন প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রক্ষ্মের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (২৮ জুন) থেকে নতুন এ দায়িত্ব কার্যকর হয়ে পর্ববর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মো. কামাল হোসেনকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রক্টররের দায়িত্ব প্রদান করা হয়েছে।

কামাল হোসেন আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তী তে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। 

এ বিষয়ে কামাল হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, পাবিপ্রবি ক্যাম্পাস আমাদের সকলের। আমরা বিশ্ববিদ্যালয়ের সকলে পরিবারের মতো। একজন প্রক্টরের কাজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা যা পালনে আমি সবসময় বদ্ধ পরিকর থাকবো।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে উপাচার্য, উপ-উপাচার্য নির্দেশনা মোতাবেক আমার সকল স্নেহের শিক্ষার্থীদের সহযোগিতায় সবাইকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে চাই। সকলের দোয়া কামনা করছি।


সর্বশেষ সংবাদ