বুয়েটে ঈদ জামায়াত সোয়া ৭টায়, প্রতিকূল আবহাওয়ায় রয়েছে ভিন্ন ব্যবস্থা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের নামাজের জামাত সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। তবে কোনো কারণে জামায়াত আয়োজন করা সম্ভব না হলে বুয়েটের নির্ধারিত তিনটি মসজিদে ঈদ জামাত আয়োজন করা হবে।
শনিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদুল ফিতরের নামাজের জামায়াতে আসার জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: সনির নামে বুয়েট ছাত্রী হল
বুয়েটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েটে ঈদের নামাজের জামায়াত বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এ জামায়াত সকাল সোয়া ৭টায় শুরু হবে।
তবে খোলা মাঠে নামাজের জামায়াতের ওপর সরকারি বিধিনিষেধ দেওয়া হলে অথবা আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে এই বিশ্ববিদ্যালয়ের ৩টি মসজিদে ঈদ জামায়াত পড়ানো হবে।
সেগুলো হচ্ছে- কেন্দ্রীয় মসজিদে প্রথম ধাপে সোয়া ৭টায়, দ্বিতীয় ধাপে বকসি বাজার বায়তুল সালাম মসজিদে ৮টায় ও তৃতীয় ধাপে আজাদ আবাসিক এলাকায় মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে।