২১ এপ্রিল ২০২২, ২২:১১

রাবিপ্রবিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিএসই বিভাগের ইফতার   © টিডিসি ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহঃস্পতিবার (২১ এপ্রিল) সিএসই বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১ এর (দিপঙ্কর তালুকদার ভবন) সম্মেলন কক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রধান ধীমান শর্মা (সহকারী অধ্যাপক), সজীব ত্রিপুরা (সহকারী অধ্যাপক) সৈয়দ আসাদ্দুজামান (সহকারী অধ্যাপক),ধ্বনিতা ত্রিপুরা (প্রভাষক) ঋষিতা চাকমা (প্রভাষক) প্রমুখ।

আরও পড়ুন: স্নাতকোত্তর পাস করেও চাকরি পায় না কেন

ইফতার মাহফিলের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সবার সার্বিক কল্যাণ কামনা ও বিশ্ববিদ্যালয়ের সর্বিক উন্নতির জন্য আল্লাহর নিকট দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সিএসই বিভাগের শিক্ষার্থী হাফেজ রাসেল আহমেদ।

করোনা পরিস্থিতির পরে রাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসে প্রথমবারের মতো ইফতার মাহফিল পালন করতে পেরে আনন্দিত সব শিক্ষার্থী। রমজানের পরিপূর্ণতা ও আল্লাহর সন্তুটি অর্জনের মাধ্যম্যে দেশ জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে চায় রাবিপ্রবিয়ানরা।