নবীনদের নিরাপত্তায় র্যাগিং প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: শাবিপ্রবি
আগামীকাল রবিবার (২০ মার্চ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত। পরেরদিন সোমবার (২১ মার্চ) থেকে শুরু হচ্ছে ক্লাস কার্যক্রম। ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে র্যাগিং প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানানো হয়েছে।
এদিকে, নবীনবরণ অনুষ্ঠান এবং তাদের ক্লাস শুরুর কয়েকদিন আগে থেকেই ক্যাম্পাসে চলে এসেছেন অনেক শিক্ষার্থী। অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, পার্শ্ববর্তী এলাকাসহ শহরের বিভিন্ন মেসে। ক্যাম্পাসে আসতে না আসতেই এসব শিক্ষার্থীদেরকে আচরণ শেখানোর নামে র্যাগিং করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: শাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ২১ মার্চ
বিশ্ববিদ্যালয়টিতে র্যাগিং নিষিদ্ধ থাকলেও গত কয়েক বছরের তুলনায় এবছর র্যাগিং বেড়েছে কয়েকগুণ। এতে প্রতিনিয়ত র্যাগিং আতঙ্ক বিরাজ করছে সদ্য বিশ্ববিদ্যালয়ে পা রাখা শিক্ষার্থীদের মধ্যে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নবীন শিক্ষার্থী বলেন, প্রতিদিন রাত হলে সিনিয়ররা আমাদের ফোন করে রুমে ডেকে নিয়ে যায়। এরপর বিভিন্ন ধরনের আপত্তিকর অঙ্গভঙ্গি, ইশারা-ইঙ্গিত, বিভিন্ন ধরনের হাসি-বিদ্রূপ করতে বলে।
শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান গণমাধ্যমকে বলেন, হলে প্রতিবছরের ন্যায় এবছরও বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হলের রুমগুলো নজরদারিতে রাখা হচ্ছে। হলে এ জাতীয় কোনো কিছু ঘটুক সেটা আমাদের কাম্য নয়। সেজন্য আমরা সতর্ক অবস্থানে আছি। এরপরও এ ধরনের কিছু ঘটলে হলের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, বরাবরের মতো র্যাগিংয়ের ব্যাপারে আমরা জিরো টলারেন্স অবস্থানে আছি। কোথাও এ ধরনের কোন কিছু ঘটলে আশা করব তৎক্ষণাৎ আমাদের সঙ্গে যোগাযোগ করতে। এরূপ কোনো ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।