শাবিপ্রবি ইউক্লিড প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি

শাবিপ্রবি ইউক্লিড প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি
শাবিপ্রবি ইউক্লিড প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ‘ইউক্লিড প্রোগ্রামিং ক্লাব’-এর নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ ও সাধারণ সম্পাদক হিসেবে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ফখরুল ইসলাম সজীব দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

পদাধিকার বলে সংগঠনটির সভাপতি হিসেবে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাহবুবুর রশীদ এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তী দায়িত্ব পালন করবেন। বুধবার (২ মার্চ) সন্ধ্যায় প্রোগ্রামিং ক্লাবটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: শাবিপ্রবি ক্যাম্পাসে আর দেখা মিলবে না তাদের, ৩ জনই আত্মহত্যার শিকার

কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে আনন্দ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পদে মুহাম্মদ নাজমুল হাসান নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জুনায়েদ হোসাইন চৌধুরী, মো. আনিসুজ্জামান, কোষাধ্যক্ষ পদে মো. আশিকুর রহমান নাঈম, সহ-কোষাধ্যক্ষ পদে মো. ইকরাম হোসাইন মজুমদার।

এছাড়া মাহাদিয়া তারান্নুম, অফিস সম্পাদক পদে মো. তহুরুজ্জোহা তুহিন, সহ-অফিস সম্পাদক পদে দেবজিৎ বসাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সৈয়দা সানজিদা রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার সানজিদা জান্নাত এবং কার্যকরী সদস্য হিসেবে এস.এম. মাহমুদ হোসাইন, নূর মো. বায়েজিদ, ফারিয়া আক্তার, মো. মাহবুবুর রহমান এবং শরিফুন্নাহার মনোনীত হয়েছেন।


সর্বশেষ সংবাদ