১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৫

আজ থেকে শাবিপ্রবিতে ৫ম ধাপের ভর্তি শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ৫ম ধাপের ভর্তি প্রক্রিয়ার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত এ-১ ইউনিটে র্যাংকিং ৪১৫৬-৫৩৫৫ পর্যন্ত ও দুপুর ১টায় একই ইউনিটের ৫৩৫৬-৬১৫৫ পর্যন্ত র্যাংকিংয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর সংক্ষিপ্ত সিলেবাস ইস্যু নিয়ে যা বললেন স্বাস্থ্য শিক্ষার ডিজি

অন্যদিকে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে সকাল ৯টায় ১১২১-১৬২০ পর্যন্ত, বাণিজ্য বিভাগের ৩৬৪-৪৬৩ পর্যন্ত, মানবিক বিভাগের ১২৭৫-১৪৭৪ পর্যন্ত র্যাংকিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

এছাড়া ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে।