মাভাবিপ্রবিতে অর্ধেকেরও বেশি আসন খালি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে দ্বিতীয় মেধাতালিকায় থাকা ৬১২ শিক্ষার্থীর মধ্যে মাত্র ১০৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এখনও আসন খালি রয়েছে ৬২ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদে ১৬টি বিভাগের ৮১০ আসনের বিপরীতে মোট ভর্তির সংখ্যা প্রথম মেধাতালিকায় ১৯৮ জন এবং দ্বিতীয় মেধাতালিকায় ১০৫ জন। সব মিলে মোট ৩০৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। আর এখনও ৫০৭টি আসন খালি রয়েছে। এর মধ্যে প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া ৯ জন শিক্ষার্থী ভর্তি বাতিল করে দ্বিতীয় মেধাতালিকায় অন্য অনুষদে ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: মুসকানকে ঘিরে ভুয়া তথ্যের প্রচারণা
পূর্বঘোষিত ভর্তি নির্দেশনা অনুযায়ী আগামীকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। পরে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথারীতি অনলাইনে ভর্তি নেয়া হবে। ভর্তি সংক্রান্ত সকল নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যে ১০ বিদেশি ভাষা শিখলে ক্যারিয়ার গড়তে ভূমিকা রাখতে পারে
এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, আসন খালি থাকা সাপেক্ষে চতুর্থ মেধাতালিকা আগামী ১৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে এবং ভর্তি ১৬ ও ১৭ ফেব্রুয়ারি যথারীতি অনলাইনে নেয়া হবে।
তবে মাভাবিপ্রবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস কখন থেকে শুরু হবে তা এখনও জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিভিন্ন সূত্র বলছে, আগামী মার্চ মাসের মাঝামাঝি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হতে পারে।