মাভাবিপ্রবিতে অনলাইনে ভর্তি ৩০ জানুয়ারি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম অনলাইনে নেওয়া হবে। বিভাগ ভিত্তিক প্রকাশিত তালিকায় নির্বাচিত প্রার্থীদের ভর্তির আবেদনের নির্দেশিকা অনুসরণ করে অনলাইনে ভর্তির আবেদন সাবমিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ নির্দেশনা দেয়া হয়।

অনলাইনে আবেদন দাখিল করার সময় রবিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টা থেকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত। অনলাইনে এই লিঙ্ক থেকে http://mbstu-admission.net/ আবেদন করা যাবে।

আরও পড়ুন: এইচএসসি ফলের পর বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তিতে সর্তকতা

উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ২২ জানুয়ারি সশরীরে ক্লাস পরীক্ষাসহ ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ২৩ ও ২৪ জানুয়ারি শুরু হতে যাওয়া সশরীরে ভর্তি কার্যক্রমও বন্ধের সিদ্ধান্ত নেয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় পরবর্তীতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।


সর্বশেষ সংবাদ