পাবিপ্রবির হল খোলা থাকবে, ক্লাস অনলাইনে
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) সশরীরে শিক্ষা কার্যক্রম স্থগিত করলেও ক্লাস সমূহ অনলাইনে নেওয়া হবে। ঘোষিত এবং চলমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। হল খোলা থাকবে, সীমিত পরিসরে অফিস খোলা এবং বাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৩৭তম জরুরী একাডেমিক কাউন্সিলের সভা শেষে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: মেডিকেল বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত কাল
এদিন সকালে সিন্ডিকেট সভা শেষে উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী জানান, সার্বিক আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আপাতত ক্লাস সমূহ অনলাইনে অনুষ্ঠিত হবে, ঘোষিত এবং চলমান পরীক্ষা চলবে, হল সমূহ খোলা থাকবে, ২০২০-২১ শিক্ষা বর্ষের ভর্তি কার্যক্রম চলমান থাকবে, দর্শণার্থীদের প্রবেশ সীমিত থাকবে, অফিস সমূহ খোলা থাকবে সীমিত পরিসরে (অফিস প্রধানের তত্বাবধানে), বিশ্ববিদালয়ের পরিবহণ চলবে সীমিত পরিসরে। তিনি সকলকে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধ মেনে নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে তাগিদ দেন।
সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, পরিচালক আইসিটি সেল, রেজিষ্ট্রার (চলতি দায়িত্ব), পরিক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) উপস্থিত ছিলেন।
এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলো পুরোপুরি বন্ধ না হলেও অনলাইনে ক্লাস-পরীক্ষার পথে হাঁটছে। তবে আবাসিক হলগুলো খোলাই থাকছে।
আরও পড়ুন: সপ্তাহে ছয়টি গাজর খেলে যা হয়
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রজ্ঞান জারির পর ইতোমধ্যে ১০টি সরকারি বিশ্ববিদ্যালয় তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আবাসিক হল খোলা রেখে অনলাইনে ক্লাস-পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। অন্য বিশ্ববিদ্যালয়গুলোও একই পথে হাঁটার পরিকল্পনা করেছে।
সিদ্ধান্ত না জানানো একাধিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, সরকারের এই সিদ্ধান্তের সাথে মিল রেখে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেবেন তারা। তবে এখনই আবাসিক হল বন্ধের চিন্তাভাবনা নেই তাদের।
এর আগে, ২০২০ সালের মার্চের মাঝামাঝিতে করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়। দফায় দফায় বাড়ে সেই ছুটি। দেড় বছর পর ২০২১ সালের সেপ্টেম্বরে খুলে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।