পাবিপ্রবি খোলা থাকবে কিনা সিদ্ধান্ত কাল
করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে। তবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) বন্ধের বিষয়ে কাল শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় একাডেমিক কাউন্সিলের জরুরী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রোস্তম আলী
পাবিপ্রবি উপাচার্য ড. রোস্তম আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান,‘সরকারের পক্ষ থেকে চিঠি পেলেই আমরা আলোচনায় বসব। রেজিস্ট্রার অফিস থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। ক্লাস পরীক্ষা সব অনলাইনে হতে পারে। পরীক্ষা সশরীরে হতে পারে। আগামীকালের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে’।
আরও পড়ুন: এবার নার্সিং ইনস্টিটিউটের ৯১ শিক্ষার্থীর করোনা শনাক্ত
উল্লেখ্য, করোনার প্রকোপ বাড়ায় ২০২০ সালের মার্চের মাঝামাঝিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করেছিলো সরকার। প্রথমে স্বল্প সময়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে দফায় দফায় বাড়ানো হয় ছুটি। পরিস্থিতির উন্নতি হলে দেড় বছর পর ২০২১ সালের অক্টোবরে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা হয়।