বুটেক্সের নজরুল হলের আরেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সৈয়দ নজরুল ইসলাম হলের আরো এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালটিতে ২ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলেন।
সম্প্রতি ব্র্যাকের ফার্মগেট বুথে দেওয়া নমুনা পরীক্ষার ফল মঙ্গলবার (১৮ জানুয়ারি) দেয়া হয়। এতে ওই শিক্ষার্থীর কোভিড টেস্টের ফলাফল পজিটিভ আসে।
আরও পড়ুন: সংক্রমণ ছড়িয়ে পড়লে অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী
করোনায় আক্রান্ত ওই শিক্ষার্থী বুটেক্স ৪৪ তম ব্যাচের ছাত্র। ঐ শিক্ষার্থীর রুমমেটদের মধ্যেও করোনাভাইরাসের উপসর্গ দিয়েছে।
এ ব্যাপারে জানতে আক্রান্ত শিক্ষার্থীর সাথে যোগাযোগ করে হলে তিনি বাসায় গিয়ে আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া হল কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত আইসোলেশন রুমে থাকার প্রস্তাব দেয়া হলেও তিনি রাজি হননি।
আরও পড়ুন: ২৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চায় শাবিপ্রবি ভিসির পদত্যাগ
এ বিষয়ে সৈয়দ নজরুল ইসলাম হলের সহকারী প্রভোস্ট মো. রুবেল খান জানান, আমরা হলের সকলের কথা মাথায় রেখে যতদ্রুত সম্ভব তাদের যথাযথ আইসোলেশনের ব্যাবস্থা করব।
প্রসঙ্গত, এর আগে গত ১৩ জানুয়ারি সৈয়দ নজরুল ইসলাম হলের আরেক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।