হাবিপ্রবিতে একদিনে দুই অনুষদের ডিনের রদবদল

অধ্যাপক মো. মেহেদী ইসলাম  ও অধ্যাপক রাফিয়া আখতার
অধ্যাপক মো. মেহেদী ইসলাম ও অধ্যাপক রাফিয়া আখতার   © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে নতুন ডিন হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. মেহেদী ইসলাম এবং বিজনেস স্টাডিজ অনুষদে ডিন হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক রাফিয়া আখতার।

সোমবার (১৭ ডিসেম্বর) হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের অনুমোদনক্রমে এবং রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত পৃথক পৃথক দুইটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন পদে নিযুক্ত ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেনের কার্যকালের মেয়াদ ১৭-০১-২০২২ তারিখে শেষ হবে। উক্ত অনুষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের আইনের ২৩(৫) ধারা মোতাবেক অধ্যাপকদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তী দুই (২) বছরের জন্য ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মেহেদী ইসলামকে শর্তসাপেক্ষে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন পদে নিয়োগ প্রদান করা হলো।'

অপর আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন পদে নিযুক্ত ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মো. কুতুব উদ্দিনের কার্যকালের মেয়াদ ১৭-০১-২০২২ তারিখে শেষ হবে। উক্ত অনুষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের আইনের ২৩(৫) ধারা মোতাবেক অধ্যাপকদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তী দুই(২) বছরের জন্য ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক রাফিয়া আখতারকে শর্তসাপেক্ষে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন পদে নিয়োগ প্রদান করা হলো।

নতুন ডিনের দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক মো. মেহেদী ইসলাম বলেন, ‘ডিনের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের একটি রুটিন দায়িত্ব । আমি কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদকে এগিয়ে নিতে আমার দায়িত্ব ও কর্তব্য সমূহ যথাযথ পালনের সর্বোচ্চ চেষ্টা করবো।'

আরও পড়ুন: দাবি আদায়ে ‘বুলেটের সামনে ফুল’ নিয়ে শাবিপ্রবির আন্দোলনকারীরা

অন্যদিকে বিজনেস স্টাডিজ অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক রাফিয়া আখতার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিনের মতো এত গুরু দায়িত্ব পেয়ে আমি উচ্ছ্বাসিত। আমি শিক্ষার্থীবান্ধব এই অনুষদকে এগিয়ে নিতে কাজ করে যাবো । সেজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। 

উভয় বিজ্ঞপ্তির অফিস আদেশের শর্তবলীতে বলা হয় আগামী ১৮ জানুয়ারি ২০২২ থেকে অধ্যাপক মো. মেহেদী ইসলাম ও অধ্যাপক রাফিয়া আখতার ডিন হিসাবে তাদের দায়িত্ব পালন করবেন।


সর্বশেষ সংবাদ