প্রকৌশল গুচ্ছের ২য় দফায় ভর্তি শুরু ২০ ডিসেম্বর

চুয়েট, কুয়েট ও রুয়েট লোগো
চুয়েট, কুয়েট ও রুয়েট লোগো  © লোগো

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট-কুয়েট-রুয়েট) ২য় দফায় ভর্তি কার্যক্রম আগামী ২০ ডিসেম্বর শুরু হবে। এতে ‘ক’ গ্রুপে ৩০৮১-৪৫০০ এবং ‘খ’ গ্রুপে ১০১-৩০০ মেধাতালিকার প্রার্থীকে ডাকা হয়েছে।

আজ বুধবার (৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রকাশিত মেধা তালিকা হতে গত ৫ ও ৬ ডিসেম্বর ১ম পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।

ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ ও বিশ্ববিদ্যালয় এবং বিভাগওয়ারী শূন্য আসন সংখ্যা সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট https://admissionckruct.ac.bd প্রদান করা হয়েছে। ১ম ভর্তির পর আসন খালি থাকায় উপরে উল্লেখিত মেধাক্রমধারী শিক্ষার্থীদের আগামী ২০ তারিখে ভর্তির জন্য নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত হওয়ার জন্য বলা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ মেধাক্রমের ভিত্তিতে নিরীক্ষা কমিটির নিকট উপস্থিত শিক্ষার্থীদের আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি করা হবে। আসন সংখ্যার চেয়ে বেশি শিক্ষার্থী উপস্থিত হলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য হতে মেধাক্রম অনুযায়ী একটি তালিকা সংরক্ষণ করা হবে। পরবর্তীতে ওই তালিকা হতে আসন খালি হওয়া সাপেক্ষে ভর্তির জন্য শিক্ষার্থীদের পর্যায়ক্রমে ডাকা হবে।

শিক্ষার্থীদের করণীয়:

১) উপরে উল্লেখিত মেধাক্রমধারী শিক্ষার্থীরা Online Admission Form ও তাদের প্রদানকৃত তথ্য ও পছন্দক্রম ১৯ ডিসেম্বর সকাল ৯টায় পূর্ব পর্যন্ত প্রয়োজনে পরিবর্তন করতে পারবে এবং উক্ত সময় পর ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের Online Admission Form লক হয়ে যাবে। এরপর অনলাইনে আর কোন কথা বা পছন্দক্রম পরিবর্তন করা যাবে না। তবে শুধুমাত্র ভর্তির দিন নিরীক্ষা বোর্ডের সামনে কোন প্রকার ভুল ত্রুটি থাকলে সংশোধন করা যাবে;

২) ভর্তি কার্যক্রম চুয়েট, কুয়েট এবং কয়েটি কেন্দ্রসমূহে একযোগে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী যে কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে উচ্চ কেন্দ্রেই উপস্থিত হয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। নিরীক্ষা কমিটি দ্বারা শিক্ষার্থীদের সনদপত্র যাচাইপূর্বক জমাদানের পর স্বাস্থ্য পরীক্ষা করা হবে;

৩) পরের দিন শিক্ষার্থীদের প্রাপ্ত বিভাগ ও বিশ্ববিদ্যালয় দেখে কেবলমাত্র ভর্তি কমিটির অনুমোদনকৃত স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য শিক্ষার্থীদেরকে ভর্তির জন্য নির্ধারিত ১৮৫০ টাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত ব্যাংকে বিকাল ৩টার মধ্যে জমা দিতে হবে।


সর্বশেষ সংবাদ