ডুয়েটের হল খুলছে ৩১ অক্টোবর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১, ০২:১৪ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২১, ০২:১৪ PM
করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ৩১ অক্টোবর (রবিবার) থেকে খুলছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) আবাসিক হলসমূহ। ওই দিন সন্ধ্যা ৬টা থেকে আবাসিক শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ৭৫তম সভায় হল খোলার বিষয়ে সিদ্ধান্ত হযেছে। এর পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে হলে উঠতে পারবেন আবাসিক শিক্ষার্থীরা।
নোটিশে আরও বলা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিনের অন্তত প্রথম ডোজ গ্রহণ করেছেন, এমন শিক্ষার্থীদের ভ্যাকসিনের সনদ দেখিয়ে আবাসিক হলে প্রবেশ করতে হবে।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে ডুয়েটের আবাসিক হলগুলো দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ ছিল।