আবরার হত্যার বিচার দ্রুত শেষ চান বুয়েট শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০১:৩৮ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২১, ০২:৪০ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়টে) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার দুই বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বিচার কার্যক্রম। আবরারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীকে তাই আলোচিত এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় বুয়েট অডিটোরিয়ামের সামনে এক সমাবেশ থেকে এ দাবি করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বুয়েটের মেকানিকাল ১৭ ব্যাচের শিক্ষার্থী রাফিয়া রিজওয়ানা বলেন, আবরার ফাহাদের একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে তাকে রুমে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে সারারাত ধরে নির্যাতন করেন ছাত্রলীগের কতিপয় বিকৃত মস্তিষ্ক শিক্ষার্থী। বিভিন্ন কারণে তার মামলা দীর্ঘসূত্রিতা পেয়েছে। মামলা আবার পুনরায় শুরু হলেও এখনো তিনজন আসামি পলাতক।
হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ঘটনার দুই বছর পার হয়ে গেছে। আবরার ফাহাদের মা এখনো চেয়ে আছেন তার ছেলে বিচার দেখার জন্য। আমরাও আছি তার হত্যাকারীদের দ্রুত বিচার কার্যকর করে নিরাপদ ক্যাম্পাস হিসেবে বুয়েটকে দেখবো বলে।
সমাবেশ শেষে আবরারের স্মরণে একটি কনসার্টের আয়োজন করে তার সহপাঠীরা।
গত ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রুমে ডেকে নেয়। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিহত আবরার শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।
রাজধানী ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আদালতে আগামী ২০শে অক্টোবর আলোচিত এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। বর্তমানে এ মামলার বিচারে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন চলছে।