প্রথম ডোজ টিকা নিয়েছেন রাবিপ্রবির ৬০ ভাগ শিক্ষার্থী
- রাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৬ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৩ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ ভাগ শিক্ষার্থী করোনা ভ্যাক্সিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। নিবন্ধন সম্পন্ন করেছেন প্রায় ৮১ ভাগ শিক্ষার্থী।
শিক্ষার্থীদের শতভাগ ভ্যাকসিনের আওতায় আনার জন্য কাজ করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
শতভাগ টিকা নিশ্চিতকরণ করতে সহকারী অধ্যাপক জুয়েল সিকদারকে (সিএসই) আহ্বায়ক করে সকল বিভাগের বিভাগীয় প্রধানদের সন্ময়ে ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে।
সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের টিকা নিশ্চিত হলে আগামী মাস থেকে ধাপে ধাপে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানোর কথা ভাবছে প্রশাসন।