টিউবারকুলোসিসে আক্রান্ত হয়ে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু

ছবিতে জুনায়েদ করিম সিফাত ও বুয়েটের লোগো
ছবিতে জুনায়েদ করিম সিফাত ও বুয়েটের লোগো  © সংগৃহীত

টিউবারকুলোসিসে আক্রান্ত হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ করিম সিফাত। সে বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী।

জানা গেছে, সিফাতের খাদ্যনালীতে সমস্যা দেখা দিলে সে হাসপাতালে ভর্তি হয়। পরে তার টিউবারকুলোসিস ধরা পরে। হাসপাতালে ভর্তি সিফাতের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (৪ সেপ্টেম্বর) সিফাতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বাদ জোহর তারা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ