ভর্তি পরীক্ষার ১০ দিন আগে তারিখ জানাবে বুয়েট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুন ২০২১, ১১:০৪ PM , আপডেট: ২২ জুন ২০২১, ১১:২৮ PM
দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। প্রাক-নির্বাচনী পরীক্ষার ১০ দিন পূর্বে জানানো হবে।
মঙ্গলবার (২২ জুন) রাতে বুয়েটের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
বুয়েটের প্রথম বর্ষ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুয়েটের স্নাতক প্রথম বর্ষের প্রাক নির্বাচনী ও চূড়ান্ত ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্রাক-নির্বাচনী ও চূড়ান্ত পরীক্ষার তারিখ প্রাক-নির্বাচনী পরীক্ষার ১০ দিন আগে জানানো হবে।
এর আগে মঙ্গলবার বিকেলে পরীক্ষা স্থগিতের বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।
তখন তিনি বলেছিলেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আমাদের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আমাদের ওয়েবসাইটে শিগগিরই নোটিশ জারি করা হবে।