বিশ্ববিদ্যালয় ছাত্রীকে শ্লীলতাহানি, ১০ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুন ২০২১, ০৯:১১ AM , আপডেট: ২২ জুন ২০২১, ০৯:১১ AM
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলার ১০ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে গোপালগঞ্জ থানা পুলিশ।
পুলিশ এবং বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্রী তার তিন বান্ধবীকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে যান। এসময় রাজু নামের এক শ্রমিক তাদের দেখে নগ্ন অবস্থায় কুৎসিত অঙ্গভঙ্গি করে। একপর্যায়ে বখাটে শ্রমিক ওই ছাত্রীর শ্লীলতাহানি ঘটায়। পরে ছাত্রীৃর চিৎকারে আশপাশের লোকজন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।
গ্রেপ্তারকৃত মো. রাজু ইসলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাজনি ডাঙ্গাপাড়া গ্রামের আবদুল জব্বারের ছেলে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আহাদুজ্জামান বলেন, শনিবার মামলার পরেই বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত নির্মাণশ্রমিক মো. রাজু ইসলামকে গ্রেপ্তার করা হয়। রবিবার গোপালগঞ্জের আদালতে ঐ মামলার অভিযোগপত্র দায়ের করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গোপালগঞ্জ সদর থানার সবচেয়ে কম সময়ের মধ্যে চার্জশিট দাখিলের প্রথম নজির এটি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
বশেমুরবিপ্রবি প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, পুলিশের দ্রুত পদক্ষেপ সবাইকে আইনি সহায়তা পেতে উৎসাহী করবে। এছাড়া এধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে।