দায়িত্ব নিয়েই ঢাকার লিয়াজোঁ অফিস বন্ধ করলেন বেরোবি ভিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জুন ২০২১, ০৫:৩৯ PM , আপডেট: ১৪ জুন ২০২১, ০৫:৩৯ PM
দায়িত্ব নিয়েই ঢাকার লিয়াজোঁ অফিস বন্ধ করে দিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। একই সাথে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর মেয়াদে দুর্নীতির সঙ্গে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সোমবার (১৪ জুন) সকালে নতুন উপাচার্য হিসেবে যোগদানের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সদ্য বিদায়ী উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর সময় এই লিয়াজোঁ অফিস নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। মাসের পর মাস ক্যাম্পাসে অনুপস্থিত থেকে লিয়াজোঁ অফিসে বসেই তিনি সব কার্যক্রম চালাতেন। এছাড়া সেশনজট নিরসন ও শিগগির সশরীর উপস্থিতিতে পরীক্ষা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দেন অধ্যাপক ড. হাসিবুর রশিদ।
তিনি জানান, রাষ্ট্রপতির দেওয়া প্রজ্ঞাপন মেনে বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষণিক উপস্থিত থাকবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একসঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া শিক্ষার্থীদের দীর্ঘ সেশনজট নিরসনে অতি দ্রুত সশরীরে পরীক্ষা গ্রহণের বিষয়ে ব্যবস্থা নেওয়া কথাও জানান নতুন উপাচার্য।
এছাড়া সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর মেয়াদে দুর্নীতির সঙ্গে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে গত ৯ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হাসিবুর রশীদ বিশ্ববিদ্যালয়ের ৫ম উপাচার্য হিসেবে নিয়োগ পান।