প্রকৌশল গুচ্ছে আসনপ্রতি লড়বেন ৮ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুন ২০২১, ০৩:৫৩ PM , আপডেট: ০৪ জুন ২০২১, ০৯:০৮ PM
প্রথমবারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এই তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রাথমিক আবেদন শেষে বৃহস্পতিবার (৩ জুন) ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ভর্তি পরীক্ষার ভেন্যুও প্রকাশ করা হয়েছে।
যোগ্যপ্রার্থীদের তালিকায় মোট ২৫ হাজার ৬৪৭ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। ৩ হাজার ২০১টি আসনের জন্য এসব শিক্ষার্থী ভর্তিযুদ্ধে লড়বেন। অর্থাৎ এবার প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বেন প্রায় ৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ (তালিকা)
এই তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভস্নাতক ১ম বর্ষ (লেভেল-১) ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ১২ জুন হওয়ার কথা থাকলেও করোনার সার্বিক পরিস্থিতিতে তা দুই মাস পিছিয়ে আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে।
তথ্যমতে, তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে মোট ৩ হাজার ২০১ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এরমধ্যে চুয়েটে ৯০১টি আসন, কুয়েটে ১ হাজার ৬৫টি এবং রুয়েটে ১ হাজার ২৩৫টি আসন রয়েছে।
‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর উন্নয়ন ও পরিকল্পনা এবং স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।