শাবিপ্রবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক মস্তাবুর রহমান

অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান
অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান  © ফাইল ছবি

আগামী তিন বছরের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান। মঙ্গলবার (১জুন) সকালে তিনি তার দায়িত্ব বুঝে নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।

অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত একজন সিন্ডিকেট সদস্য। এছাড়াও পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের প্রাধ্যক্ষ, সিইপি বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টরিয়াল বডির দায়িত্বসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

সেন্টার অব এক্সিলেন্সের নব-নিযুক্ত এ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান বলেন, আমার দায়িত্বের জায়গা থেকে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে যে যে কাজ করা যায় তার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। শাবির স্বার্থ সংযুক্ত বিষয়ে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করব। আগামীতে শিক্ষা ও গবেষণায় শাবি আরও বেশি সফলতা অর্জন করবে বলে আশা প্রকাশ করছি। এ সময় সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, ২০১০ সালের ৫ অক্টোবর বিশ্বিবদ্যালয়ের একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে সেন্টার অব এক্সিলেন্সকে অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উচ্চতর গবেষণা কেন্দ্রিক যাবতীয় সুযোগ, সুবিধা ও প্রশিক্ষণ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।


সর্বশেষ সংবাদ