জুন থেকেই সশরীরে পরীক্ষা শুরুর পরিকল্পনা বশেমুরবিপ্রবির

বশেমুরবিপ্রবি
বশেমুরবিপ্রবি  © ফাইল ফটো

ব্যাচ এবং বিভাগ অনুযায়ী জুন থেকেই সশরীরে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য ড. একিউএম মাহবুব। তবে এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সাথে আলোচনা করবেন এবং পরবর্তীতে একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

আরো পড়ুন বিশ্ববিদ্যালয়গুলোকে সরাসরি ও অনলাইনে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে ইউজিসির নির্দেশ

বশেমুরবিপ্রবি উপাচার্য বলেন, “পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের ব্যাচসমূহকে গুরুত্ব প্রদান করা হবে। কারণ তাদের সামনে বিসিএসসহ চাকরির পরীক্ষা রয়েছে। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য ব্যাচসমূহের পরীক্ষা গ্রহণ করা হবে।”

শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হলসমূহ খোলা রাখা হবে উল্লেখ করে উপাচার্য বলেন, “স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে আবাসিক হলসমূহও খুলে দেয়া হবে। যেহেতু একসাথে সকল শিক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে না তাই এক্ষেত্রে শিক্ষার্থীদের পক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হবে। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গণরুম বন্ধ করে হলের বর্ধিত অংশে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা হবে।’’

প্রসংগত, সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে এবং অনলাইনে পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আরো পড়ুন

সশরীরে পরীক্ষা নিতে পারবে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়

বশেমুরবিপ্রবি: অনলাইন ক্লাসের বাইরে ৬০ শতাংশ শিক্ষার্থী


সর্বশেষ সংবাদ