লকডাউন শেষ হলে সশরীরে পরীক্ষা নেবে পাবিপ্রবি
- পাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ মে ২০২১, ০৪:২৫ PM , আপডেট: ২৩ মে ২০২১, ০৪:২৫ PM
করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে চলমান এ লকডাউন শেষ হলে সশরীরে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে অনার্স-মাস্টার্সের বিভিন্ন সেমিস্টারের সকল পরীক্ষা আয়োজনের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
আজ রবিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও স্কলারশিপ শাখার সহকারী রেজিস্ট্রার মো. সুজা উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার কর্তৃক জারিকৃত লকডাউন উঠে গেলে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে সশরীরে উপস্থিতিতে বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুততম সময়ে পর্যায়ক্রমে অনার্স ও মাস্টার্সের বিভিন্ন সেমিস্টারের সকল পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হলো।
এদিকে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান বিধিনিষেধ (লকডাউন) আগামী ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপণ জারি করেছে সরকার। একইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দেয়া হয়েছে।
সশরীরে পরীক্ষা আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সিদ্ধান্তটি আজকেই নেয়া হয়েছে। করোনার কারণে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে যেন শিক্ষা কার্যক্রম শুরু করা যায়- সেদিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। লকডাউন শেষ হলে ডিনরা বিষয়টি বাস্তবায়নে কাজ করবেন।