১৫তম বর্ষে শাবির ‘আজ মুক্তমঞ্চ’

  © টিডিসি ফটো

সফলতার সাথে ১৪টি বছর পেরিয়ে ১৫তম বর্ষে পদার্পণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘আজ মুক্তমঞ্চ’। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত সাড়ে আটটায় ‘চৈতালী চতুর্দশী’ শিরোনামে বর্ষপূর্তি উদযাপন ও চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।

বুধবার (১৪ এপ্রিল) সংগঠনটির সাধারণ সম্পাদক সামিয়া তারান্নুম মালভিন এ তথ্য নিশ্চিত করেন।

চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাট্যকার, গল্পকার ও হবিগঞ্জের 'জীবন সংকেত নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য রুমা মোদক, অতিথি হিসেবে সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. সামিউল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা রনি উপস্থিত ছিলেন।

এছাড়াও মুক্তমঞ্চের প্রাক্তন ও বর্তমান সকল সদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামিয়া তারান্নুম মালভিন বলেন, আজ আমাদের জন্য বিশেষ একটি দিন। শাবি ক্যাম্পাসের একমাত্র সংগঠন ‘আজ মুক্তমঞ্চ’ যারা এই দিনটিকে ঘটা করে উদযাপন করে আসছে। এই বিশেষ দিনে আমাদের পাশে থেকে মুহূর্তটাকে আনন্দমুখর করে তোলার জন্য সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।


সর্বশেষ সংবাদ