বাংলা নববর্ষের শুভেচ্ছা রাবিপ্রবি ভিসির

বাংলা নববর্ষের শুভেচ্ছা চিঠি ও রাবিপ্রবি ভিসি
বাংলা নববর্ষের শুভেচ্ছা চিঠি ও রাবিপ্রবি ভিসি  © টিডিসি ফটো

আজ বাংলা নববর্ষ-১৪২৮। বাংলা নববর্ষে পুরোদেশ একভাবে উদযাপন করলেও তিন পার্বত্য অঞ্চলে এর ভিন্নতা বেশ লক্ষণীয়। এখানে বাংলা নববর্ষ মানেই প্রাণের মহাউৎসব। বিভিন্ন জাতি সত্তার বিভিন্ন আচার অনুষ্ঠানের কারণেই প্রতি নববর্ষেই নতুন করে প্রাণ ফিরে পায় এই অঞ্চল। তবে এবার কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি এবং লকডাউন বিবেচনায় সব আয়োজন সীমিত করা হয়েছে। 

পার্বত্য অঞ্চলে অবস্থিত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) এই উৎসবের বাহিরে নয়। প্রতিটি বাংলা নববর্ষেই এই জনপদের মানুষের সাথে উৎসব মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ও। উৎসবের এই আনন্দ ধরে রাখতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বাংলা নববর্ষসহ বৈসুক-সাংগ্রাই-বিজু-বিষু উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা স্বাক্ষরিত শুভেচ্ছা চিঠিটি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের মাধ্যমে সম্প্রীতি ও সাংস্কৃতির এক নতুন মেলবন্ধনে পরিণত হয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। ভবিষতে আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সামনের সারিতে নেতৃত্ব দিলে অবাক হওয়ার কিছু থাকবেনা।


সর্বশেষ সংবাদ