চলমান সব পরীক্ষা স্থগিত করলো রাবিপ্রবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) চলমান সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। রেজিষ্ট্রার অঞ্জন কুমার চাকমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাবিপ্রবির সকল বিভাগের চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরবর্তী সময় বিভাগগুলো শিক্ষার্থীদের অবহিত করবেন।

প্রসঙ্গত, ২২ ফেব্রুয়ারি দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে আগামী ১৭ মে আবাসিক হল ও ২৪ মে থেকে স্বশরীরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এই সময়ের মধ্যে কোনো ধরণের একাডেমিক পরীক্ষাও নেওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ