আত্মহত্যার মিছিলে এবার নাম লেখালেন চুয়েট শিক্ষক

অভিজিৎ হিরা ও চুয়েট লোগো
অভিজিৎ হিরা ও চুয়েট লোগো  © ফাইল ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইলেকট্রনিকস ও টেলিযোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ হিরা আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মারকিউট বিশ্ববিদ্যালয়ে নিজ রুমে আত্মহত্যা করেন তিনি।

জানা গেছে, ২০১৯ সালে অভিজিৎ পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের মারকিউট বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমান । সেখানে তার পড়াশোনার বিষয় ছিল ইলেক্ট্রিকাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে টিচিং অ্যাসিসটেন্ট হিসেবেও কর্মরত ছিলেন। গবেষণায় ওয়ারলেস নেটওয়ার্ক ও এনক্রিপশন টেকনোলজি নিয়ে ১২টি পাবলিকেশন সম্পন্ন করেছেন তিনি।

প্রসঙ্গত, অভিজিৎ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ইলেক্ট্রনিক্স ও টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০১৮ সালে চুয়েটে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেছিলেন।


সর্বশেষ সংবাদ