ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৪ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৬ PM
মধ্য রাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।
এ সময় বক্তারা বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিকদের হামলার পর প্রশাসন এখনো কোন ব্যবস্থা গ্রহণ করেনি। নির্বিকারচিত্তে প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে। রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটোই এ যায়গায় ব্যর্থ হয়েছে। তারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিকদের হামলার এই শক্তির মূল উৎস উদঘাটনের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, দেশের কোন শিক্ষার্থীই জীবনের নিরাপত্তা পায়না। দেশের ভবিষ্যত কান্ডারিদের উপর এমন বর্বরোচিত হামলা মোটেই কাম্য নয়। এ সময় অনতিবিলম্বে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।