আন্দোলনে যাচ্ছেন বশেমুরবিপ্রবির পদোন্নতি বঞ্চিত শিক্ষকরা
প্রাপ্যতার তারিখ থেকে আর্থিক সুবিধাসহ আপগ্রেডেশনের দাবিতে আগামী ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ১ ঘন্টা করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১২.১৫ মিনিটে শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
এতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর শিক্ষক সমিতির সকল সদস্যরা ভিসি মহােদয়ের সাথে সাক্ষাৎ করে ১৩ দফা দাবি লিখিত আকারে উপস্থাপন ও সাধারণ সভা থেকে উঠে আসা ভিউ ডেট আপগ্রেডেশনের সুপারিশ পেশ করেন। কিন্তু আপগ্রেডেশনের কোন উদ্যোগ না দেখে ৭ অক্টোবর পুনরায় তারা ভিসি মহােদয়ের সাথে সাক্ষাৎ করেন এবং ডিউ ডেট আপগ্রেডেশন ১ নম্বরে রেখে মাত্র ৩টি দাবি দ্রুত বাস্তবায়নের অনুরােধ জানান।
এরপরও প্রশাসনের নীরবতা দেখে ২১ অক্টোবর আপগ্রেডেশন সংকটসহ অন্যান্য বিষয় আলােচ্য সূচীতে রেখে সাধারণ শিক্ষকদের নিয়ে একটি সাধারণ সভা আহবান করা হয়।
এর প্রেক্ষিতে ২৩ নভেম্বর ১৬০ জন শিক্ষকের সরাসরি ও ভার্চুয়াল উপস্থিতিতে ২য় সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সর্বোসম্মত ভাবে ডিউ ডেট হতে আপগ্রেডেশন বাস্তবায়নের দাবি জানানো হয়। সকল শিক্ষকদের মতামতের ভিত্তিতে ২৯ নভেম্বর সাধারণ সভার সিদ্ধান্ত লিখিত আকারে ভিসি মহােদয় এবং রেজিস্ট্রারকে অবহিত করা হয় এবং ২০ ডিসেম্বর এর মধ্যে ডিউ ডেট বাস্তবায়ন করে আপগ্রেডেশন নিশ্চিত করা অন্যথায় কর্মসূচীর ঘােষণার কথা জানান।
সম্মেলনে শিক্ষকরা বলেন, শিক্ষক সমিতির পক্ষ থেকে ৭ ডিসেম্বর নতুন রেজিস্টারের সাথে সাক্ষাৎ করেও আপগ্রেডেশন ও এই সংক্রান্ত জটিলতা বিষয় সম্পর্কে জানানো হয়। কিন্তু এরপরে ডিউ ডেটে আপগ্রেডেশন নিশ্চিত করার ডেড লাইন ২০ ডিসেম্বর ২০২০ উত্তীর্ণ হলেও আপগ্রেডেশন বাস্তবায়ন দূরের কথা, এ সংক্রান্ত কোনো কমিটিও গঠন করা হয়নি। আর এমন উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষক সমিতি এবং সাধারণ শিক্ষকবৃন্দ মনে করছেন, আপগ্রেডেশন বিষয়ে প্রশাসনের উদাসীনতা সমগ্র শিক্ষকদের প্রতি অবহেলা ও অবজ্ঞার সামিল।
শিক্ষকরা বলেন, বর্তমানে দেশের ১৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ডিউ ডেট থেকে আপগ্রেডেশনের জন্য বিধান রয়েছে। কিন্তু বশেমুরবিপ্রবিতে এই ধরনের কোনো বিধান না থাকায় দীর্ঘ ২/৩ বছর যাবত পদোন্নতি বঞ্ছিত শিক্ষকরা আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুর রউফ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী মাস থেকেই আপগ্রেডেশন নিয়ে কাজ করা শুরু হবে এবং দ্রুত সময়ে বিষয়টি সমাধান করা হবে।
এর আগে এদিন সকাল ১১ টায় একাডেমিক ভবনের সামনে একই দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান বলেন, আজ শিক্ষকরা কোন আন্দোলন সংগ্রামের জন্য একত্রিত হয়নি, আত্মমর্যাদার জায়গা থেকে শিক্ষকদের সার্বিক অবস্থা প্রকাশ করার জন্য একত্রিত হয়েছে।