যবিপ্রবিতে চাকরি প্রত্যাশীদের জন্য ওয়েবিনার অনুষ্ঠিত

যবিপ্রবিতে চাকরি
যবিপ্রবিতে চাকরি  © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ফ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রির উচ্চপদস্থ কর্মকর্তারা এ ওয়েবিনারটিতে অংশগ্রহণ করেন। ‘জবস ফর ইঞ্জিনিয়ার্স ইন বাংলাদেশ’ শিরোনামে ওয়েবিনারটির আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগ ।

এতে প্রথম দিন হিসেব চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য সার্বিক বিষয়ে নির্দেশনা দেন মোটিভেশনাল স্পিকার ঝংকার মাহবুব। ইঞ্জিনিয়ার মশিউর রহমান পিজিসিবির বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন। তিনি ইঞ্জিনিয়ারদের জন্য আইইবি’র মেম্বারশিপ এর গুরুত্ব তুলে ধরে যবিপ্রবিকে আইইবি এর মেম্বারশিপ নেয়ার জন্য উপাচার্যকে আহবান জানান। এ সময় এর জন্য তিনি সার্বিক বিষয়ে সাহায্য করার আশাবাদ ব্যক্ত করেন।

মংলা পোর্টের চিফ ইঞ্জিনিয়ার এএফএম জাহিদুর রহমান মংলা পোর্ট এ চাকরির ক্ষেত্র বর্ণনা করতে গিয়ে বলেন, মংলা পোর্ট এ কর্মরতদের প্রায় ৫০% ইঞ্জিনিয়ারিং সেক্টরের। বন্দরের ক্ষেত্রটা ইঞ্জিনিয়ারদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বলেন, ইঞ্জিনিয়ারদের জন্য বন্দরগুলো অনেক বড় একটা কর্মক্ষেত্র।

মাসকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এটিএম মাহবুবুল আলম মিল্টন ইঞ্জিনিয়ারদের গুরুত্ব তুলে ধরে বলেন, আজকে কম্পিটিটিভ মার্কেটে আমরা উপনীত হতে যাচ্ছি, আজকে যে কম্পিটিশন তৈরি হয়েছে, একটা সময় আমাদের তেমন চ্যালেঞ্জ ছিল না। আজকে আমাদের ভিয়েতনাম এর সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে, চায়নার সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে ।

তিনি বলেন, আজকে আমাদের গার্মেন্টস্ সেক্টরে সেকেন্ড পজিশন থেকে প্রথম পজিশনে যেতে চাইলে অনেক বেশি একটিসটিং মানুষের পাশাপাশি অনেক বেশি শিক্ষিত ইঞ্জিনিয়ার এর প্রয়োজন যারা তাদের স্ব-স্ব এরিয়াতে অনেক বেশি কন্ট্রিবিউশন রাখবে।

তিনি আরো বলেন, আমাদের মধ্যে অনেক বেশি আলোচনা দরকার। আমাদের ইন্ডাস্ট্রির কোন প্রবলেমকে আইডেন্টিফাই করে যদি বিশ্ববিদ্যালয়কে দিতে পারি এবং বিশ্ববিদ্যালয় যদি এটাকে নিয়ে গবেষণা করে আমাদেরকে রেজাল্ট দিতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয়ে টাকা খরচ করতে ইন্ডাস্ট্রির কোন সমস্যা নেই । বিশ্ববিদ্যালয়গুলো যেটা নিয়ে রিসার্স করবে সেটা হতে হবে কোন নির্দিষ্ট ইন্ডাস্ট্রির প্রয়োজন অনুসারে। কোন সমস্যা সমাধানের জন্য হয়তো খুব দ্রুত সমাধান আসবে না। এটার জন্য একটা লম্বা সময় ধরে আমাদের ধৈর্য ধরে থাকতে হবে ।

এ ওয়েবিনারে অন্যান্যের মধ্যে অংশ নেন যবিপ্রবির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন ও আইপিই বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মুজাহিদুল হক, সহকারী অধ্যাপক ড. মাহফুজুর রহমান, তাজিম আহমেদ, ইঞ্জিনিয়ার ইয়ামিন আলী (নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, রূপপুর) দিল রুবা আহমেদ (ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড), ইঞ্জিনিয়ার ইকবাল হুসাইন (সেকশন হেড ইলেকট্রিক্যাল এন্ড ইন্সট্রুমেন্ট, বসুন্ধরা ওয়েল এন্ড গ্যাস কোম্পানি লিমিটেড), ইঞ্জিনিয়ার আব্দুল বাছির (স্যামসাং) ইঞ্জিনিয়ার সাদেকুর রহমান ( ডেপুটি ডিরেক্টর ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড), রঞ্জন কুমার চৌধুরী (হেড অফ প্লান্ট বিএসআরএম ওয়্যার্স লিমিটেড)।

সার্বিক তত্বাবধানে ছিলেন, যবিপ্রবির ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের সহকারী পরিচালক ও আইপিই বিভাগের সহকারী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন ও সালিম সাদমান নিশাত।


সর্বশেষ সংবাদ