টেলিটক নেটে সমস্যা, বুয়েট শিক্ষার্থীদের জিপি সিম দেয়ার সিদ্ধান্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২০, ০৬:৫৫ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২০, ০৬:৫৫ PM
দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ দিচ্ছে দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর টেলিটক। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে টেলিটকের পরিবর্তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের গ্রামীণফোন (জিপি) সিম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিষয়টি নিয়ে সম্প্রতি বুয়েটের সঙ্গে জিপি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষার্থীদের নিজ নি হলের মাধ্যমে টেলিটক সিম প্রদান করা হয়েছে। তবে শিক্ষার্থীদের নিকট জানা গেছে, নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে অনেক শিক্ষার্থী ক্লাস করার ক্ষেত্রে সমস্যায় পড়ছে। বিষয়টি মাথায় রেখে সম্প্রতি বুয়েটের সঙ্গে জিপির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজ নিজ হলে যোগযোগ করার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী শিক্ষার্থীদের টেলিটক সিম হস্তান্তর স্বাপেক্ষে জিপি সিম সংগ্রহ করতে পারবে।